আবারও তিনজন বাংলাদেশের নাগরিককে বি.এস.আটক করে কৈলাসহর থানার হাতে তোলে দেয়। কৈলাসহর থানার পুলিশ তিন বাংলাদেশের নাগরিকদের ছাব্বিশ নভেম্বর মংগলবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে। এব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, ধৃত বাংলাদেশের তিন নাগরিক অবৈধভাবে বিগত নয় মাস পূর্বে ভারতের অন্ধপ্রদেশ রাজ্যে এসেছিলো। সেখানে বেসরকারি সংস্থার সিকিউরিটি গার্ডে কাজ করতো বলে পুলিশের কাছে জানায় ধৃত তিন বাংলাদেশী নাগরিক। অন্ধপ্রদেশ থেকে তিন বাংলাদেশী নাগরিক গতকাল পঁচিশ নভেম্বর সোমবার সন্ধ্যায় কৈলাসহরে আসে। গভীর রাতে কৈলাসহরের সমরুরপাড় এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ১৮৬৯নং পিলারের কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাবার সময় টহলরত বি.এস.এফ তিনজনকে আটক করে ফেলে। ধৃত তিনজন নাগরিক নিজেরাই স্বীকার করেছে উনারা বাংলাদেশের নাগরিক। ধৃত তিনজন বাংলাদেশী নাগরিকদের নাম হলো রায়হানুর রহমান, জায়েদ আহমেদ এবং রুমন মিঞা। রায়হানুর রহমানের বাড়ি বাংলাদেশের কুলাউড়া থানার অন্তর্গত এবং জায়েদ আহমেদ ও রুমন মিঞার বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কমলগঞ্জ এলাকায় বলে জানা গেছে।